নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাস ও গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। গতরাত দেড়টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করে। এ সময় সামনের দিক থেকে আসা নাটোরগামী গ্যাস সিলিন্ডার বোঝাই আরেকটি ট্রাকের সাথে মুখোঁমুখি সংঘর্ষ হয় শ্যামলী পরিবহন বাসের। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী সহ দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরো অন্তঃত ১৫ জন। মরদেহ দুটি উদ্ধার করে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের নাটোরের বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতরা আনারুল ইসলাম চাপাইনবাবগঞ্জের রহনপুর হঠাৎপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও শ্যামলী পরিবহন বাসের হেলপার এবং ঢাকার গাবতলী এলাকার আবুল বাসারের ছেলে বিল্লাল হোসেন।