নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে শহিদুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত আরো দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঢাকার চান্দুরা হাটে গরু বিক্রি করে একটি ট্রাকে উঠে বগুড়ায় ফিরার জন্য। ট্রাকে উঠার পর পরই আগে থেকে যাত্রী বেশে ট্রাকে থাকা কয়েকজন তাদের মারধর করে দড়ি দিয়ে বেধে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়। এ সময় তাদের মরধরে শহিদুল ইসলাম মারা গেলে ট্রাকের চালক ট্রাকটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় থামিয়ে তাদের ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সহ আহতদের উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করে। আহতরা হলেন বগুড়ার সোনাতলা এলাকার তফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ও ইউনুস আলী। পুলিশ ট্রাকটি ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।