নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ এর হাত কেটে নেওয়ার হুমকি,অফিসের ফাইলপত্র তছনছ করা সহ তাকে লাঞ্চিত করার অভিযোগ স্থানীয় এমপি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ক্যাডারদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের ভিতরে শিক্ষা কর্মকর্তার অফিস কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সবাই আতংকিত হয়ে পড়েছে। এ ঘটনায় পরিষদ এলাকার সকল সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, দুপুর একটার দিকে এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ঘনিষ্টজন রুবেল আলী সহ ৩০/৩৫ জন সন্ত্রাসী তার রুমে প্রবেশ করে। প্রথমেই তারা তাকে বলে এমপি সাহেবের নির্দেশে তার হাত কেটে নেওয়া হবে। এমন কথা বলেই তারা অফিসের কাগজপত্রগুলো টেবিল থেকে ফেলে দেয়। পরে তার ড্রয়ার থেকে কিছু ফাইল বের করে তারা নিয়ে নেয়। এসময় তাদের বাঁধা দিলে রুবেল তাকে বিভিন্নভাবে শারীরিক লাঞ্চিত করেন। এছাড়াও তারা বলেন এমপির এলাকায় কোন দুর্ণীতি করা যাবেনা। আপনি ইসলামপুর গুনাইহাটি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় চাকুরীর বিভিন্ন নিয়োগে দুর্নীতি করেছেন। এসব বলেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কোন ভাবেই তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তারা কথায় কথায় তার হাত কেটে এমপির কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে হুমকি দিচ্ছিল এবং চড় থাপ্পর, কিল ঘুসি মারতে থাকে। পরে তারা অফিসের কাগজপত্র নিয়ে বের হয়ে যায়। পরে বিষয়টি তিনি তার উর্দ্ধোতন কর্মকর্তাদের জানান। তিনি এই ঘটনার পর থেকে নিরাপত্ত্বাহীনতায় ভুগছেন। ঘটনার সময় উপস্থিত কর্মচারীরা জানান, (গুরুদাসপুর-বড়াইগ্ৰাম) আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী গ্রুপের ক্যাডার ভবানীপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী রুবেল আলী সহ ৩০/৩৫ জন ক্যাডার অফিসের মধ্যে অনধিকার প্রবেশ করে আব্দুর রউফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চড়- থাপড়, কিল-ঘুষি মারতে শুরু করে। পরে তারা অফিসের ফাইলপত্র ছিটিয়ে ফেলে দিয়ে লোকজন নিয়ে চলে যায়। রুবেল নিজে হাসুয়া দিয়ে স্যারের হাত কেটে নেওয়ার কথাও বলে। এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল জানান, উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ তলায় অবস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফের অফিস কক্ষ। তিনি একটি মিটিং এ ছিলেন। এসময় তিনি মোবাইল ফোনে জানতে পারেন কয়েকজন সন্ত্রাসী শিক্ষা অফিসারের কক্ষে প্রবেশ করে হামলা চালিয়েছে। বিষয়টি তিনি জানার সাথে সাথে তার উদ্ধোর্তন কর্মকর্তাদের জানান এবং তিনি পরিষদে চলে আসেন। এরপর তিনি শিক্ষা কর্মকর্তার কক্ষ পরিদর্শন করেন। তিনি আরো বলেন, তার পরিষদ চত্ত্বরে প্রবেশ করে একজন সরকারী কর্মকর্তাকে আঘাত করা মানে তাকে আঘাত করা। তিনি বলেন, গোটা পরিষদ চত্ত্বর সিসি টিভি ক্যামেরার আওতায় রয়েছে। ফুটেজ দেখে সকল অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। তারা যতবড় ক্ষমতাবান হোক তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ঘটনায় সংসদ সদস্য ডাঃ সিদ্দুকুর রহমান পাটোয়ারীর মোবাইল ফোন নম্বর ০১৭১১ ৩১৪৭৭৩ এ কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।