নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের চুলকাটিয়া সুইজগেটের নিচ থেকে লিয়াকত সরকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের চুলকাটিয়া স্লুইজ গেটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।লিয়াকত সরকার উপজেলার দৌগাছি গ্রামের চয়ন সরকারের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়, গত রাতে কে বা কারা লিয়াকতকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর অনেক রাত হয়ে গেলেও সে বাড়ীতে ফিরে আসেনা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে লিয়াকতের খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে উপজেলার মনপিড়িত বিলের চুলকাটিয়া স্লুইজ গেটের নিচে লিয়াকতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারের চেষ্টা চলছে।