নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল ফিরোজ আলীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার বনপাড়া পৌর এলাকার মিশন মার্কেটের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজ আলী বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। তাহার কনস্টেবল নম্বর ৩৪৪। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনপাড়া পৌর এলাকার মিশন মার্কেটের সন্নিকটে হারোয়া নতুন মসজিদে বাজ জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন ফিরোজ আলী। পথে মিশন মার্কেটের সামনে লালপুর হতে বনপাড়া গামী দ্রুত গতির রাফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়। ঘটনাটি মসজিদের মুসল্লিগণ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতাল ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে ফিরোজ আলী মারা যান। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে বাসটি বনপাড়া হাইয়ের থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।