নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় আখের জমি থেকে আমিনুল ইসলাম নামে এক অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের বাগাতিপাড়ার চিথলিয়া গ্রামের কৃষ্ণা কৃষি খামারের আখের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম রাজশাহীর বাঘার খাগরবাড়িয়া গ্রামের ইসরাফিল আলমের ছেলে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম তার অটো রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। প্রতিদিন সে রাত ১০ মধ্যে বাড়ীতে ফিরে। গতরাতে বাড়ীতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেও কোথায় আমিনুলের সন্ধ্যান পায়নি। আজ সকালে কৃষ্ণা কৃষি খামারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে নিহত আমিনুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটো রিক্সাটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। অটো রিক্সা উদ্ধার সহ ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।