নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে জিবরান (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার পৌর এলাকার সোনাপাতিল মহল্লার জিন্নাত আলীর ছেলে। আজ বুধবার সকালে স্থানীয়রা মালঞ্চি রেলওয়ে স্টেশনের অদুরে রেল লাইনের ওপর জিবরানের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে মরদেহটি বাড়িতে নিয়ে যায়।
মালঞ্চি রেল স্টেশনের কিছু দূরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় এবং মৃত্যুর ব্যাপারে পরিবার সহ কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।