নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ীর পাশে চাচার বাড়ী থেকে সাকিবুল ইসলাম সোহাগ নামে এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের নাজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। নিহত আনসার সদস্য সাকিবুল ইসলাম সোহাগ চাপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও এলাকাবাসী জানায়, গতরাতে তার কর্মস্থল চাপাইনবাবগঞ্জ থেকে ট্রেন যোগে বাগাতিপাড়ায় আসেন। রাতে সে নিজের বাড়ীতে না গিয়ে বাড়ীর পাশে চাচার বাড়ীতে উঠে। রাত প্রায় ১২ টার দিকে সোহাগের ভাবীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সোহাগকে অজ্ঞান ও অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এরপর নিহতের স্বজনরা মরদেহ নিয়ে বাড়ীতে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে নিহতের বাবা,মা ও স্ত্রীর দাবী সোহাগকে হত্যা করা হয়েছে।