নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ীর বাথরুমে ড্রামের পানিতে পড়ে মানহা বিনতে মোস্তাফিজ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ২ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মানহা বিনতে মোস্তাফিজ ওই গ্রামের মোস্তাফিজুর রহমান ও রিচি সরকার দম্পতির মেয়ে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, পরিবার দুপুরে শিশুটির মা শিশুটিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে।কিছুক্ষণ পরে শিশুটির মা ঘুম থেকে জেগে বিছানায় তার মেয়েকে দেখতে না পেয়ে বাড়ীর বাহিরে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর বাথরুমে (গোসল খানা) রাখা প্লাস্টিকের ড্রাম ভরা পানিতে মাথা ডুবে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে।বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানি নিয়ে খেলা করার জন্য সেখানে গিয়েছিল শিশুটি। পা পিছলে ড্রাম ভর্তি পানিতে মাথা ডুবে গিয়ে শিশুটি উঠতে না পেরে মারা গেছে।