নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষা সফরের যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী আরজেদ প্রামানিক নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরজেদ প্রামানিক উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর মোল্লাপাড়া এলাকার মৃত শুকুর প্রামানিকের ছেলে। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের ফুলতলা মোড় এলাকার পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ও স্থানীয়রা জানায়, রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর এলাকা থেকে আফফান- আলভি নামের বাস একটি করে স্থানীয় একটি কেজি স্কুলের শিক্ষার্থীরা নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে আসছিল। পথে পাঁকা ইউনিয়নের ফুলতলা মোড় এলাকার পাকা সড়কে পৌঁছালে বাসটি ওই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর জখম হয় বৃদ্ধ শ্রমিক আরজেদ প্রামানিক। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় আরজেদ প্রামানিককে উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করলেও বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় দুর্ঘটনা জনিত একটি মামলা প্রক্রিয়াধীন।