নাটোরের বাগাতিপাড়ায় সেনা বাহিনীর দুধ বহণকারী ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক সাবেক সেনা সার্জেন্ট আসলামুল হক ওরফে আকাই নিহত হয়েছে। আজ বুধধবার বেলা ১১ টার দিকে উপজেলার একডালা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আসলাম আলী ওরফে আকাই উপজেলার পাকা ইউনিয়নের গালিমপুর গ্রামের নুর মহম্মদের ছেলে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও এলাকাবাসী জানান, পাবনার ইশ্বরদীর সেনা বাহিনীর ডেইরী ফার্মের দুধ বহনকারী ট্রাকটি নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে আসে।
পরে সেখান থেকে ট্রাকটি রাজশাহীতে যাওয়ার পথে বাগাতিপাড়া উপজেলার একডালা এলাকায় মাটর সাইকেল আরোহী সাবেক সেনা সার্জেন্ট আসলামুল হকের মোটর সাইকেলের মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ছিটকে পড়ে যায় সড়কের পাশে। এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আসলামুল হক সেখানে মারা যায়।