নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় হঠাৎ কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে আম,লিচু, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। আজ বুধবার বিকালে হঠাৎ করেই কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় আকাশ। এর কিছুক্ষণ পর থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। তার কিছু সময় পরেই ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও প্রচুর শিল পড়ে। কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। তবে শিলা বৃষ্টির চেয়ে দমকা ও ঝড়ো হাওয়া বেশিক্ষণ স্থায়ী ছিল।
কৃষকরা বলেন, তাদের বোরো ধান কাটা শুরু হয়েছে মাত্র। আগামি সপ্তাহে পুরো দমে ধান কেটে ঘরে তুলবেন তারা। কিন্তু এই ঝড় বৃষ্টিতে অনেক জায়গায় ধান এখন মাটিতে হেলে পড়েছে। অনেক স্থানে ঝরে গেছে গাছের ধান। এছাড়াও শাক-সবজি ও উঠতি ফসলেরও বেশ ক্ষতি হয়েছে। আমি চাষী জানান, তার প্রায় ১০ বিঘার আম বাগান রয়েছে। সেখানে অধিকাংশ আম পড়ে গেছে আজকের শিলা বৃষ্টিতে। এছাড়াও গাছে যে আম গুলো রয়েছে তাতেও শিলার আঘাত লেগেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় শিলা বৃষ্টি বেশি হয়েছে। আর তাতে ধান ও আমের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।