নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক (বর্তমানে বহিস্কৃত) এসএম জাহাঙ্গীর হোসেন মানিক ১৪৬৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী লালপুর-বাগাতিপাড়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সমর্থক (স্বতন্ত্র) প্রার্থী আসলাম উদ্দিন পেয়েছেন ১৩৬৪৯ ভোট। এছাড়াও অপর প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুলের আপন বড় ভাই শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন ১১৬৬৬ ভোট পেয়েছেন।
রাত পৌনে ১০ টার দিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদে ফলাফল ঘোষনার মনিটরে এই ফলাফল প্রদর্শন করা হয়।
রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিৎ করেছেন। ফলাফল ঘোষনার পর এখন পর্যন্ত এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।