নাটোরের বাগাতিপাড়ায় পিতা গুলজার হোসেনকে হত্যার দায়ে ছেলে সেন্টু ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এই আদেশ দেন। শুনানী শেষে সেন্টু ইসলামকে কারাগাওে প্রেরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সেন্টু ইসলাম বাগাতিপাড়ার কলাবাড়িয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারী পারিবারিক বিরোধের জের ধরে সেন্টু তারা বাবা গুলজারকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসুয়া সহ সেন্টুকে গ্রেফতার করে। ঘটনার পরের দিন নিহত গুলজারের স্ত্রী ও সেন্টুর সৎ মা নুরুন নাহার সেন্টুকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আজ শুনানী করেন আদালত। শুনানী শেষে আদালতের বিচারক আব্দুর রহমান সরদার সেন্টুর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।