নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতায় শতভাগ শিক্ষা নিশ্চিত করতে ‘শিখন কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে কখনও স্কুলে না যাওয়া এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষাদানে ‘শিখন কেন্দ্রের’ উদ্বোধন করা হয়। বুধবার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে এই ‘শিখন কেন্দ্রের’ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু,বাস্তবায়নকারী সংস্থা পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটির (পিকেএসএস) পরিচালক ডেইজী আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পিকেএসএস পরিচালক ডেইজী আহমেদ জানান, সারা দেশের ন্যায় নাটোরের সদর উপজেলা, নলডাঙ্গা, গুরুদাসপুর, বাগতিপাড়া ও লালপুর উপজেলা এলাকায় এই ‘শিখন কেন্দ্রের’ কার্যক্রম চলবে। আউট অব স্কুল চিলরেন এডুকেশন প্রোগ্রাম (চঊউঋ-৪, ঈড়সঢ়ড়হবহঃ ২.৫) এ প্রতিটি শিখন কেন্দ্রে ১ জন শিক্ষক ৮ থেকে ১৪ বছর বয়সী ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা দান করবেন। এই ‘শিখন কেন্দ্রে কখনও স্কুলে না যাওয়া এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপন করে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করা হবে। এলাকার শিক্ষার্থীদেও সুবিধা অনুযায়ী সকাল ৯ টা থেকে ১২ টা অথবা বিকেল ২ টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই শিক্ষাদান। এছাড়াশতভাগ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ব্যবস্থা, আনন্দঘন পরিবেশে শিক্ষাদানের জন্য দাবা,লুডু ,স্ক্রাবল বোর্ড, রুবিক্স কিউব, পাজল প্রভৃতি খেলার সরঞ্জাম সরবরাহ করা হবে। দেওয়া হবে বিনা মূল্যে পাঠ্য বই, খাতা-পেন্সিল, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, বল্যাক বোর্ড, সাইন বোর্ড, ফ্লোর ম্যাট সরবরাহ করা হবে।