নাটোর সদর উপজেলার ৫নং বড়হরিশপুর ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান ওসমান গনির উদ্যোগে ৭শ পরিবারের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ত্রান বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই ত্রান বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মোট ৭শ পরিবারের ১০ টাকার কার্ডধারীদের মধ্যে ১০ কেজি চাল ও এক কেজি করে আলু বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং বড়হরিশপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান ওসমান গনি, সচিব মইনুল ইসলাম,আব্দুল মান্নান সরকার মাস্টার, ১নং ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন সেন্টু , ২নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম হোসেন, ৩নং ওয়ার্ডের মেম্বার আবু সোহেল ও ৪নং ওয়ার্ডের মেম্বার বোরনহান উদ্দিন খানসহ স্থানীয়রা।
ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান ওসমান গনি বলেন, করোনার এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কর্মহীন মানুষের পাশে রয়েছেন তারা। প্রতিদিনই তার ইউনিয়ান পরিষদের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ খেটে খাওয়া মানুষদের ত্রান বিতরণ করছেন। বর্তমান জনকল্যানমুখি সরকার জনগনকে করোনার হাত থেকে বাঁচতে সব ধরনের কাজ করে যাচ্ছে। সবাইকে এ সময় এক হয়ে কাজ করতে হবে।