নাটোর প্রতিনিধি:
ঈদ গাঁহ মাঠ সাজানোকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় প্রতিপক্ষের হামলায় বনপাড়া পৌর ছাত্রলীগের সহ সভাপতি সোহেল রানা নিহত হয়েছে। নিহত সোহেল রানা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে। আজ রবিবার সন্ধ্যার পর মহিষভাঙ্গা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিকেলে ঈদ গাঁহ মাঠ সাজানোর জন্য এলাকা থেকে টাকা তোলা কে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে সোহেল রানার বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে তার প্রতিপক্ষরা তাকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পিটিয়ে জখম করে ফেলে রাখে। পরে ঘটনাটি সোহেল রানার আত্মীয়-স্বজন জানতে পেরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নাটোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম সোহেল রানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, তিনি ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।