নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সোমবার দুপুরে উপজেলার জোয়ারী রাজবাড়ি এলাকায় এই অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুন। এ সময় জব্দ করা হয় একটি এক্সেভেটরের ব্যাটারি।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুন জানান, সরকারী নির্দেশনা মতে কোন ফসলি জমিতে পুকুর কাটা নিষেধ। ফসলি জমি নষ্ট করে পুকুর কাটার বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে। মাছের চাষ করে অতিরিক্ত লাভের আশায় কিছু অসাধু ব্যাবসায়ীরা ফসলি জমি নষ্ট করে পুকুর কাটছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন জোয়ারী রাজবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পুকুর কাটার লোকজন। পরে সেখানে থাকা পুকুর কাটার কাজে ব্যাবহৃত এক্সেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে। কৃষি ও কৃষকদের ক্ষতি করে এবং অবৈধ উপায়ে এই উপজেলায় কোন পুকুর কাটতে দেওয়া হবেনা।