নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ইটবাহি ট্রাক্টরের চাপায় ওই ট্রাক্টরের হেলপার মোয়াজ্জেম হোসেনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোয়াজ্জেম হোসেন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান , মোয়াজ্জেম হোসেন একটি ইট পরিবহনের টাক্টরের চালকের হেলপারি করতো। প্রতিদিনের মত আজও সে মানইর গ্রামের নুর আলীর ভাটা থেকে ইট নিয়ে জোনাইল যাচ্ছিল। পথে হঠাৎকরে ট্রাক্টরের ওপর থেকে ছিটকে পড়ে যায় মোয়াজ্জেম। এ সময় সে ওই ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাটি তিনি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।