নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব নামে প্রাইভেট কারের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে প্রাইভেট কারের চালক। আজ শনিবার দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা। তবে ঘটনার পর প্রাইভেট চালক আহত অবস্থায় পালিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, আবু তালেব শনিবার সকালে পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের নিজ বাড়ি থেকে প্রাইভেটকার যোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে আসছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাখুরিয়া নামক স্থানে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক সহ আবু তালেব আহত হন। আহত অবস্থায় আবু তালেবকে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার ও ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাক ও প্রাইভেট কারের চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে এবং মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।