নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্ততঃ ২০ আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতাল সহ বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম ও বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান , পাবনা থেকে রাজশাহীগামী সেজান এন্টারপ্রাইজের সাথে বিপরীতমুখি নাটোর থেকে বরিশালগামী তুহিন এন্টারপ্রাইজের সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্ততঃ ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ,বনপাড়া ফায়ার সার্ভিস ও নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল সহ বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।