নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় আসামী নাহিদ হাসান নাজমুলকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে উপজেলার মহানন্দাগাছা টানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ হাসান নাজমুল উপজেলার সংগ্রামপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান,র্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার বড়াইগ্রামের মহানন্দাগাছা টানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বড়াইগ্রাম থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী নাহিদ হাসান নাজমুলকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৪ মে বিকেলে মাদ্রাসা ছাত্রী (ভিকটিম) নানার বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে একই উপজেলার নাহিদ হাসান নাজমুল আখের জমির ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে লোকজন এগিয়ে এলে নাহিদ হাসান নাজমুল পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা বড়াইগ্রাম থানায় নাজমুলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।