নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর বৃদ্ধ চা বিক্রেতা আব্দুস সামাদের মরদেহ একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর এলাকার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম খান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুস সামাদ বুধবার তার বাড়ি সংলগ্ন চায়ের দোকান বন্ধ করে বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ীতে ফিরে আসে নাই। অনেক খোঁখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে স্থাণীয়রা বাড়ির অদুরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের একটি পাটের ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও আব্দুস সামাদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সনাক্ত করেন। পরে পুলিশ মরদেহটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে এবং ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন ও বিস্তারিত জানাতে পারবে।