ডেস্ক নিউজ
নাটোরের বড়াইগ্রামে শিক্ষার্থীদের পিকনিকের একটি চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বনপাড়া – হাটিকুমরুল মহাসড়কের নূরে আলম ফিলিং স্টেশন এলাকায় এি অগ্নিকান্ডের ঘটনাটা ঘটে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজিপুর কালিয়াকৈড় এলাকার রাউজক ক্যাডেটের স্কুলের শিক্ষার্থীরা বিসমিল্লাহ পরিবহন নামের একটি বাসে করে নাটোরের লালপুরের গ্রীন ভ্যালি পার্কে পিকনিকে আসে। সন্ধ্যার দিকে পিকনিক শেষ করে তারা পুনরায় ওই বাসে করে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। পথে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌছালে বাসের পিছনের আগুনের সুত্রপাত ঘটে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে গাড়ীর চালক গাড়ীটি নিয়ন্ত্রনে নেয়। এসময় বাসের ভিতরে থাকা সকলেই নিরাপদে বাস থেকে বের হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এবং তারা আগুন নিভাতে চেষ্টা করে। ততক্ষনে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধাননা করা হচ্ছে বাসের মধ্যে শিক্ষার্থীরা নাচানাচি করছিলেন। নাচানাচির এক পর্যায়ে বাসের বক্সের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এ ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিভিন্ন বাসে করে শিক্ষার্থীদের গাজীপরে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় স্কুল কতৃপক্ষ।