নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে পুলিশের পিকআপ ও একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষে প্রাইভেট কারের চালক শাহজাহান আলী (৫০) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সার্কেল এএসপির বড়ি গার্ড ইব্রাহিম হোসেন এবং গাড়ী চালক মোবারক হোসেন ও এক কনস্টেবল। আহতদের স্থানীয় আমেনা ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে আহতরা সকলেই শংকা মুক্ত রয়েছেন। খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। নিহত শাহজাহান আলী মুন্সিগঞ্জ জেলার কাচারিঘাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, বুধবার সকালে বড়াইগ্রাম থানা থেকে সার্কেল এএসপি তার গাড়ী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যায়। আহত হয় পুলিশের পিকআপে থাকা পুলিশ সদস্যরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের চালক শাহজাহান আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহত পুলিশ সদস্যদের বনপাড়ার আমেনা ক্লিনিকে ভর্তি করে। পরে তাদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় গাড়ী চালানোর কারনে প্রাইভেটকার চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার কারনে গাড়িটি নিয়ন্ত্রণ ছিলনা বল জানান ওসি দিলীপ কুমার দাস।