নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সেলিম হোসেন নামে আরো এক কৃষক আহত হয়। আহত সেলিমকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গরবার সকালে উপজেলার ভবানীপুর বিলে ধানের জমিতে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক বেলাল মিয়াজী ওই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে ।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানের জমিতে কাজ করছিলো বেলাল মিয়াজী,সেলিম হোসেন সহ অন্য কৃষকরা। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই বেলাল মিয়াজীর মৃত্যু হয়। এ সময় জমিতে কাজ করতে থাকা কৃষক সেলিম হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।