নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে মাসুদ রানা নামে এক কলেজ ছাত্রের মুত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ একই গ্রামের আসান শেখের ছেলে ও বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের এইচ এসএসসির ২য় বর্ষের ছাত্র ।
এলাকাবাসী জানায়, মাসুদ রানা সকালে বাড়ির পাশে কৃষি জমিতে তার বাবার সাথে মটর পাম্প থেকে সেচ দেওয়ার সময় মোটরের তার থেকে বিদ্যুৎ স্পর্শ করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।