নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাদক দ্রব্য সেবন ও বিক্রির অপরাধে একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল বাজার এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে হেলথ্ কেয়ার ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক দ্রব্য সেবন ও বিক্রির অপরাধে ফার্মেসীর মালিক হাবিবুর রহমান বাবুকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই সাথে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন।