নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাসের চাপায় ওমর ফারুখ কেকা (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল সুতারপাড় এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত ওফর ফারুক উপজেলার তিরাইল সুতারপাড় এলাকার মৃত সমেত মন্ডলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া হাটিকুমরুল মহসড়কের সুতিরপার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মাইক্রোবাস ওমর ফারুককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন,মাইক্রোবাসটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় মাইক্রোবাসটি সনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে।