নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মোটর সাইকেল চালক কলেজ ছাত্র আমিন হোসেনকে গুলি করে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন একই গ্রামের শাদাহাৎ হোসেনের ছেলে ও ধানাইদহ কলেজের এইচ এস সির দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বড়াইগ্রাম থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও এলাকাবাসী জানায়, বিকেলে আমিন হোসেন তার পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। পথে মুকিমপুর এলাকায় তিনজন অস্ত্রধারী ছিনতাইকারী তার পথরোধ করে আমিন হোসেনের ওপর গুলিবর্ষন করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিন হোসেনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘটনাটি নিহত আমিন হোসেনের পরিবার সহ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।