নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে শহিদুল ইসলাম নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫ । এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আটক শহিদুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা চিথলীপাড়া এলাকার মৃত আবুল কাশেম মোল্লার ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি চায়ের দোকানের সামনে সন্দেহজনক গতিবিধি দেখে শহিদুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শহিদুল স্বীকার করে যে, তার কাছ থেকে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখেছিল। পরে এঘটনায় বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক শহিদুলকে থানায় সোপর্দ করা হয়েছে।