নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে কৃষক ছলিম উদ্দিন ও বাগাতিপাড়ায় রাজমিস্ত্রী আশিক হোসেন নামের দুইজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে রাজশাহীর পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আশিক হোসেন বাগাতিপাড়া উপজেলার জামনরগর গ্রামের সিহাব উদ্দিনের ছেলে এবং ছলিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলার চক নটাবাড়িয়া গ্রামের মৃত লইমুদ্দিন প্রামানিকের ছেলে। আজ সোমবার সকালে এই দূর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, উপজেলার জামনরগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের স্ত্রী রুপালী বেগমের চায়ের স্টলে আশিক হোসেন সহ ২০/১২ জন বসে আড্ডা দিচ্ছিল। এদিকে সকাল থেকেই ওই এলাকায় বৃষ্টির কারনে চায়ের স্টলে অনেকেই আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই আশিক মারা যায় এবং আহত হয় নারী সহ আরো ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তি রাজশাহী জেলার পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বনপাড়া পৌরসভা এলাকার চক নটাবাড়িয়া গ্রামে বাড়ীর পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে ছলিম উদ্দিন মারা যায়।