নাটোরের শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর রিটার্নিং কর্মকর্তা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, কমিটির সহ সভাপতি এ্যাড. আব্দুল ওহাব , সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক এস এম আবুল হাওছার, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ বিন আজাদ সবুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর আলম বাপ্পী, প্রচার সম্পাদক তোজাম্মেল হোসেন জিলানী, গ্রন্থ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, সহ গ্রন্থ সম্পাদক বলরাম বসাক বলাই, নির্বাহী সদস্য খগেন্দ্র নাথ রায়, ইসাহাক আলী, আনিছুল ইসলাম , সেলিম রেজা ও ইমরুল কায়েস সাগর। এর আগে কমিটির সম্পাদকরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও নির্বাহী পরিষদের সদস্য পদে ভোট গ্রহন হয় ২ এপ্রিল শুক্রবার। এতে ফারুখ হোসেন নামের একজন প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত হলে ওহাব আলতাফ পরিষদের সদস্যরা বিজয়ী হন। শপথ গ্রহণের পরে কার্য্যনির্বাহী কমিটির সভায় কমিটির সদস্যরা আলোচনা করে দিলারা বেগম পারুল ও মফিদুল ইসলাম দুদুকে কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার সম্মতি প্রদান করেন। এছাড়া পৌর মেয়র উমা চৌধুরি জলি কমিটির সদস্য হিসাবে পদাধিকার বলে অন্তর্ভুক্ত থাকবেন। এদিকে সভায় লাইব্রেরীর পাঠক বৃদ্ধিসহ এটাকে আধুনিকীকরণে নানা পরিকল্পনা নেয়া হয়।