নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিকের বিরুদ্ধে হয়রানমিুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজের সহকারী অধ্যাপক বিথীকা সরকার। আজ শুক্রবার শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক বিথীকা সরকার। লিখিত বক্তব্যে বলা হয় সরকারি বিধি মোতাবেক কলেজে ৪ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০১১ সালের ১৩ নভেম্বরের পরিপত্রের কারনে ওই পদগুলির জন্য সরকার বেতন বন্ধ রাখে। পরবর্তীতে ২০১৮ সালের ১ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক (ভোকেশনাল) ড. মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই পদগুলির এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর নিয়োগকৃত ৪ জন শিক্ষকের মধ্যে তিন জন তাদের প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিলেও প্রভাষক (বিশেষ) উদ্যোক্তা উন্নয়ন পদে নিয়োগপ্রাপ্ত মোজাম্মেল হক পারিবারিক সম্যার কথা উল্লেখ করে তার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননা। ফলে অন্য তিনজন শিক্ষকের চাকুরী এমপিওভুক্ত হলেও তারটা বাদ পড়ে থাকে। পরবর্তীতে তাকে বারবার বলার পরে গত ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর মোজাম্মেল হক এমপিওভুক্তির জন্য তার কাগজপত্র জমা দেন। তার কাগজপত্র যাচাই করে এনটিআরসিএ তার নিবন্ধন পত্রটি ভূয়া মর্মে উল্লেখ করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোজাম্মেল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার নির্দেশ দেন। বিষয়টি জানতে পেরে নিজেকে এ মামলা থেকে বাঁচানোর জন্য মোজ্জাম্মেল হক বাদী হয়ে নাটোর সদর থানায় অধ্যক্ষের বিরুদ্ধে একটি জালিয়াতি ও হয়রানী মূলক মামলা দায়ের করেন। হয়রানী মূলক মিথ্যা এ মামলা ভিত্তিহীন দাবী করে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা ওই মামলার প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় কলেজ অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।এ ব্যাপারে অভিযুক্ত মোজাম্মেল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে উদ্যেক্তা ও উন্নয়ন বিষয়ের প্রভাষক পদে তিনি নিয়োগ প্রাপ্ত হন। কিন্তু উদ্যেক্তা ও উন্নয়ন ট্রেডের অনুমোদন পায় ২০১৮ সালে। অধ্যক্ষ এমন ঘটনা আড়াল করে তাকে নিয়োগ দেন। পরে তার এমপিও ভূক্তির সকল ব্যবস্থা করবেন বলে বারে বারে তার কাছ থেকে নগদ অর্থ নিতে থাকেন । দীর্ঘ দিন অতিবাহিত হলে এমপিও ভূক্তির জন্য চাপ দিলে তিনি তার এনটিআরসিএ সনদটি জাল ও ভূয়া বলে তাকে অবহিত করেন। তাকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করতেই এই ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়েছেন অধ্যক্ষ নয়ন চন্দ্র ও তার স্ত্রী বিথীকা সরকার। তিনি তদন্ত পূর্বক এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।