নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তদন্ত কেন্দ্রের একটি কক্ষে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে সরকারী কোন ডকুমেন্টের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী করেছে তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আকবর আলী জানান, তদন্ত কেন্দ্রের একটি কক্ষের ভিতর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে বাহিরে দায়িত্বরত কনস্টেবল। পরে লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে সরকারী কোন ডকুমেন্ট বা কোন কাগজপত্রের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।