নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে রকেট মেইল ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটিজনিত কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত বা ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার আরিফ হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী লোকাল রকেট মেইল ট্রেনটি সন্ধ্যায় নাটোরের আব্দুলপুর স্টেশনে পৌছায়। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর পরই ইঞ্জিন থেকে ধোয়া বের হতে শুরু করে এবং সেখান থেকে আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। আগুন নিভিয়ে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ট্রেনটি নাটোর স্টেশনের দিকে যাত্রা করে। এ ঘটনায় কোন হতাহত বা ট্রেন চলাচলে সমস্যা হয়নি।