নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুরের ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ছাত্রদল নেতা সুজনকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২ টার দিকে রাজশাহীর বিনোদপুর থেকে তাকে গ্রেফতার করে লালপুর থানা পুলিশ। পরে বিকেল ৫ টার দিকে তাকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ কামরুন্নাহার বেগমের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। নিহত মোয়াজ্জেম হোসেন উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুর শুকুর মৃধার ছেলে। গ্রেফতারকৃত শাহিনুল ইসলাম সুজন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের ছেলে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে,মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিনুল ইসলাম সুজন রাজশাহীতে আত্মগোপনে রয়েছে। পরে লালপুর থানা পুলিশের একটি টিম রাজশাহীর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০০২ সালের ১ মার্চ মোয়াজ্জেম হোসেনকে কুপিয়ে হত্যা করে সুজন সহ আরো কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর শুকুর মৃধা বাদী হয়ে ২১ জনের নাম সহ অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর ২০১৯ সালের ১১ এপ্রিল নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক সুজনসহ ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং বাকীদের খালাস আদেশ দেন। ঘটনার পর থেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী সুজন পলাতক ছিল।