নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য সাহিদা বেগমের বাড়ীর সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতিউর রহমার উপজেলার টিটিয়া এরশাদ মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতরাতে মোটর সাইকেল নিয়ে সে বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পায়। এদিকে আজ সকাল সাড়ে ৬টার দিকে নিহতের বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দুরে মাঝগ্রাম এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত মতিউরের কাছে থাকা মোবাইল ফোনটি পাওয়া যায়নি তার কাছে। তার ব্যাবহৃত মোটরসাইকেলটি মরদেহ থেকে প্রায় এক কিলোমিটার দুরে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশ তা উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে।