নিউজ ডেস্ক :
নাটোরের লালপুরে অটো রিক্সা চালক জাহাঙ্গীর হোসেন (৩৫) কে পায়ে গুলি করেন অটো রিক্সাটি ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত জাহাঙ্গীর হোসেন উপজেলার শেকপাড়া গ্রামের শমসের হোসেনের ছেলে। আহত জাহাঙ্গীর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজুরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অটো রিক্সা চালক জাহাঙ্গীর হোসেন যাত্রী নিয়ে গোপালপুর যাচ্ছিল। পথে গোপালপুর নঙ্গোপাড়া মধ্যবর্তি এলাকায় পৌছালে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী যাত্রী সেজে তার গতিরোধ করে। এসময় জাহাঙ্গীর তার অটো রিক্সাতে তাদের তোলার সময় সন্ত্রাসীরা জাহাঙ্গীরের বাম পায়ে গুলি করে। এতে জাহাঙ্গীর জখম হলে সন্ত্রাসীরা অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আহত জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। বর্তমানে জাহাঙ্গীর হোসেনর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।