নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু হত্যা মামলার পলাতক আসামী স্বপন আলীকে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার গোপালপুর পৌর এলাকার ঠাকুরবাড়ী মহল্লার একটি বাড়ী থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। গ্রেফতারকৃত স্বপন আলী লালপুর থানা এলাকার বিরোপাড়া মহল্লার পিয়ার আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান,গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে গোপালপুর রেলগেটের পাশের একটি কনফেকশনারীর দোকানে বসে ছিল গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু। এ সময় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে গিয়ে মঞ্জুকে গুলি করে হত্যার পর তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম সহ আরো অনেককে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ নং এজাহারনামীয় পলাতক আসামী স্বপন আলীকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুরের গোপালপুর ঠাকুরবাড়ী গ্রামের বেলাল উদ্দিনের বাড়ী থেকে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত স্বপন আলীকে আদালতে প্রেরণ করা হয়।