নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভুগি আদিবাসী জনগোষ্ঠিরা। আদালতের রায় পাওয়ার পর জবরদখলকৃত জমি উদ্ধার করতে গেলে প্রভাবশারী প্রতিপক্ষরা হুমকি সহ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবার। আজ মঙ্গলবার সকালে নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ রবি সরদার ও আদিবাসী নেতা নরেশ চন্দ্র উড়াও এবং মানবাধিকার কর্মী মেহেনাজ পারভিন মালা। সংবাদ সম্মেলনে তারা বলেন,স্থানীয় প্রভাবশালী তিন ভাই মোজাফ্ফর হোসেন ,তোফায়েল হোসেন ও ফিরোজ হোসেন ভুয়া দলিলের মাধ্যমে রবি সরদারের ৭৬ শতক জমি জবল দখল করে। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করলে আদালত রবি সরদারের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়কে অমান্য করে প্রভাবশালীরা এখনও জবর দখল করে রেখেছেন। জবরদখলকৃত জমি দখলমুক্ত করার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারসহ আদিবাসী নেতা ও মানবাধিকার কর্মীরা।