নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মনজুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো একই উপজেলার শিবপুর গ্রামের কামরুলের ছেলে রায়হান (২৯) ও মামলার প্রধান আসামী হাসান আলী টুমনের ছেলে তামিম আলী (২০)। এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হল। রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ৩০ এপ্রিল রাতে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় মনজুর রহমান মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার পরই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরপর থেকে অন্যদের অভিযান চলমান রাখে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় আসামী রায়হান ও তামিমকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।