নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে লালন হোসেন নামে এক অটো রিক্সা চালকের গলায় ছুড়িকাঘাত করে অটো রিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আজ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তায় এই ঘটনা ঘটে। আহত লালন হোসেন উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ও লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, ঈশ্বরদী ইউনিয়ন বাজার থেকে ভাটপাড়া বাজারে যাওয়ার পথে তিন চচার জন যাত্রী বেশে লালন হোসেনের অটো রিক্সায় চড়ে। কিছুদুর গিয়ে ফাঁকা রাস্তায় লালন হোসেনের গলায় চাকু দিয়ে কেটে তাকে রাস্তায় ফেলে দিয়ে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় লালন নিজেই লালপুর ফায়ার সার্ভিসে গিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লালনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।