নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে থেকে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় প্রান গেল সিমা খাতুন নামের এক নারী ইপিজেড কর্মির। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তঃত ৪ জন। আজ বৃহস্পতিবার সকাল সারে ৬ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেড এর কর্মী।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম ও স্থানীয়রা বলেন, পাবনার ঈশ্বরদী ইপিজেড এর ভারা করা একটি লেগুনা পাবনা-নাটোর সহসড়কের কদমচিলানে থেমে থেকে ইপিজেডের কর্মীসহ যাত্রী তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক পিছন থেকে ধাাক্কা দিলে লেগুনা সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইপিজেড কর্মী সিমা খাতুনের মৃত্যু ও আহত হয় আরো ৪ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।