নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নিয়ন্ত্রন হারিয়ে নছিমন উল্টে পথচারী বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দক্ষিন লালপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হল, উপপজেলার দক্ষিন লালপুর গ্রামের মৃত খায়েজ উদ্দিন মোল্লার ছেলে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম ট্রেনে করে নওগাঁয় তার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। বাড়ী থেকে বের হয়ে তারা পায়ে হেটে সড়কে উঠলে পথে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে পৌঁছালে একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী স্বামী ও স্ত্রী নিহত হয়।পরে মরদেহ দুইটি স্থানীয়রা সহ নিহতের স্বজনরা উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নছিমনটি জব্দ করে।