নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক বিরোধের জের ধরে নাটোরের লালপুরে বাবার ধারালো হাসুয়ার কোপে ছেলে আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হাকিম উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামের আজিজুর রহমান খলিফার ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বড়ময়না গ্রামের নিজ বাড়ীতে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিহতের বাবা আজিজুর রহমান পলাতক রয়েছে।আব্দুল হাকিম ঈশ্বরদী পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, আজিজুর রহমানের জমি ইজারা দেওয়াকে কেন্দ্র করে ছেলে আব্দুল হাকিমের সাথে ঝগড়া করছিলেন বাবা আজিজুর রহমান। তাদের কথা কাটাকাটি এক পর্যায়ে বাবা আজিজুর রহমান খলিফা তার ব্যাগে থাকা ধারালো হাসুয়া বের করে আব্দুল হাকিমের গলায় কোপ দেন।
গলায় হাসুয়ার কোপে রক্তনালী কেটে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎক আব্দুল হাকিমকে মৃত ঘোষনা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে আজিজুর রহমান পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।