নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী শিউলী বেগমকে হত্যার অভিযোগে নিহতের কথিত মামা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। আটককৃত জাকির হোসেন সুনামগঞ্জের বিরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রাম থেকে জাকির হোসেনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মামা পরিচয় দিয়ে কোন এক ব্যাক্তি গত চার দিন ধরে শিউলী বেগমের সাথে একই বাড়ীতে বসবাস করছিলেন। সেই সুত্র ধরেই জাকির হোসেন নামে কথিত মামাকে আটক করা হয়েছে। হত্যার বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদের পর সঠিক জানা যাবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, বাগাতিপাড়া থানা মারফৎ তিনি জেনেছেন জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান সাংবাদিকদের জানান, পুলিশ সুপারের নির্দেশে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তারা কাজ করছিলেন। সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রবাসী সোহানুর রহমানের নিহত স্ত্রী শিউলী বেগমের কথিত মামা জাকির হোসেনকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।
উল্লেখ্য, নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচোরা গ্রামে দুবাই প্রবাসী সোহানুর রহমানের বাড়ীর শয়ন কক্ষ থেকে তার স্ত্রী শিউলী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতরাতের কোন এক সময় শিউলী বেগমকে শ্বাষরোধে হত্যা করা হয়। সকালে নিহতের দেবরের স্ত্রী নিতু বেগম বাড়ীতে এসে ডাকাডাকি করলে এক ব্যাক্তি ঘরের দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিউলী বেগমের মরদেহ বিছানায় কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনার পর পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একাধিক টিমকে ঘটনার তদন্তে মাঠে নামিয়ে দেন।