নিজস্ব প্রতিবেদক:
নাটোরেরর লালপুরের গৌরিপুরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ লাঠিচার্জ সহ কয়েকরাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় আব্দুল মজিদ ও আমির হেসােন নামে দুই বিএনপি কর্মী আহত হয়েছে। আজ মঙ্গরবার বিকেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলার এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন,লোকজন জমায়েত হওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম শেষ করেছে বিএনপি। কতগুলো টিয়ারসেল নিক্ষেপ করেছেন জানতে চাইলে কিছু শোনা যাচ্ছে না বলে সংযোগ কেটে দেন তিনি।