নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন ধরনের সরকার বিরোধী শ্লোগান করে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে উপজেলার বিলমাড়িয়া বাজার থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিলমাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে এক সমাবেশ করে। সমাবেশে তারা বলেন, তাদের সকল দাবী মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু তা বাস্তাবায়ন করেনা। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোন অবস্থাতেই ঘরে ফিরবে না। সমাবেশ শেষে তারা নিজ নিজ অবস্থানে ফিরে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, বিক্ষোভকারীরা জড়ো হওয়ার খবর পেয়ে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। বিলমাড়িয়া এলাকায় বিক্ষোভকারীরা একটা মিছিল করেছে এবং সমাবেশের চেষ্টা করেছিল কিন্তু সেখানে পুলিশ পৌঁছালে তারা নিজেরাই চলে যায়। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এলাকার পরিবেশ শান্তুিপুর্ন রয়েছে। এছাড়াও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিয়ে চলেছে।