নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় র্যাব অভিযান চালিয়ে এক জনকে তিন মাসের কারাদন্ড ও অপর আরেক জনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন, বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে ভুট্টু মিয়া ও একই গ্রামের মৃত জানবক্সের ছেলে কাবিল হোসেন। র্যাব-৫, সিপিসি ২ এর এএসপি রাজিবুল আহসান জানায়, উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানকালে ওই গুড়ের কারখানা থেকে ভেজাল গুড় তৈরীর কাজে ব্যবহৃত ৮ হাজার কেজি গুড়, ১’শ কেজি চিনি, আটা, ফিটকিরি, ফুডগ্রেড বিহীন বিষাক্ত রং উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিককে উদ্ধারকৃত পন্যের সঠিক ব্যবহারের কোন সদুউত্তোর দিতে না পারায় সেগুলো জব্দ করা হয় এবং সেখান থেকে ভুট্টু মিয়া ও কাবিল হোসেনকে আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রনে ভেজাল গুড় তৈরির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে ব্যবসায়ী ভুট্টুকে এক লক্ষ টাকা জরিমানা ও কাবিলকে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। এছাড়াও জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।বাপ্পী লাহিড়ী নাটোর